শুক্রবার, সেপ্টেম্বর ২৯, ২০০৬

দেয়ালে পিঠ ঠেকে গেলে

ছবিটা দেখে বাগদাদ কিংবা বৈরুত মনে করেছিলাম ।
তবে ক্যাপশন পড়ার পর আর অবাক হই নি ।
দেয়ালে পিঠ ঠেকে গেলে যেমনটা হয় !

লিস্টিটা লম্বা হয়েছে ।
কানসাট, শনির আখড়া র পর মিরপুর, নারায়ণগঞ্জ, বাঘা, সিলেট, সিরাজগঞ্জ .......
পাতানো টেলিফোন-টেলিফোন খেলার দিকে চোখ রাখার মত অবস্থা আমাদের নেই।
সরকারে গেলে সবার চোখ-কান দুটোই বন্ধ হয়ে যায় । ক্ষমতায় গেলে সবাই প্যাঁদানি দেয় । হোক তা বাআলী কিংবা বাজাদ ।
দুটোর পার্থক্য খুব কম । ধুর, একেবারেই নেই ।
আমরা জানি ।
তবে আমরা যে জানি - এটা রাজনীতিবিদ নামের লজ্জ্বা-শরম কম মানুষগুলো বোধহয় জানেনা ।

তারা কি দুটো-একটা ছাগল বিলা হওয়ার অপেক্ষা করছেন ?

ছবি কৃতজ্ঞতা : The Daily Star

৩টি মন্তব্য:

S M Mahbub Murshed বলেছেন...

আপনার মিনিমা টেমপ্লেট এর একটা বাংলা ভার্সন পাবেন আমার ওয়েবসাইটে।
http://projukti.blogspot.com
শুভেচ্ছা রইল

S M Mahbub Murshed বলেছেন...

আমার ব্লগে আমার কমেন্ট পেলাম। ধন্যবাদ।

নামহীন বলেছেন...

আমরা এখন এর সাথে অভ্যস্থ হয়ে গিয়েছি । কে জানে কোন একদিন সকালে পত্রিকার পাতায় এরকম ছবি না দেখলে হয়তো শুধু অবাক না দুঃখিতও হবো । সেদিন হয়তোবা যখন কিছু বলার ইচ্ছে হবে কিন্তু বিষয় থাকবে না তখন রাজনীতিকে নির্ভাবনায় বক্তব্যের মাঝে টেনে আনতে পারব না । সেদিন 'দেশের জন্য অনেক কিছু করতে চাই,শুধু রাজনৈতিক অবস্থার জন্য করতে পারছি না'-এই ভাবটা আর ধরতে পারব না । বেশ সমস্যাই হবে আমাদের নিজেদের কাছে এড়িয়ে যাওয়া প্রশ্নগলোর সামনে দাঁড়াতে ।